১৫ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হলো চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ । দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশের সমাবেশ স্থলে আসতে শুরু করে । বেলা বাড়ার সাথে সাথে এই কর্মী সমাবেশে উপস্থিত হয় হাজারো জনতা, এই কর্মী সমাবেশ কে ঘিরে পুরো চিনিশপুর ইউনিয়ন ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় । এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন আওলাদ হোসেন সদস্য নরসিংদী জেলা বিএনপি ও আহবায়ক চিনিশপুর ইউনিয়ন বিএনপি এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও আহবায়ক নরসিংদী জেলা, আরো উপস্থিত ছিলেন মহসিন হোসেন বিদ্যুৎসভাপতি, নরসিংদী জেলা যুবদল ছাড়া ও নরসিংদী সদর ও চিনিশপুর ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ।ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ।