প্রায় ৮৫ বছর যাবত আলোকবালির কেরাশাহ বার্ষিক ওরসে নিয়মিত মদ, জুয়া, গাজা ও অশ্লীল অঙ্গী ভঙ্গিতে গান ও নৃত্য পরিবেশন হয়ে আসছে । যার ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে তাই সাম্প্রতিক সময়ে এই মাজারে সকল অনৈতিক কাজ ও গান বাজনা বন্ধ করতে বাধা দিয়ে সাত দফা দাবি উপস্থাপন করে স্থানীয় উলামায়ে একরাম ।
দাবিগুলো হলো
১। মাজারকে সব ধরনের শিরিক মুক্ত করার যথাযথ পদক্ষেপ নিতে হবে।
২। মদ-গাঁজা সহ সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে।
৩। মাজারকে কেন্দ্র করে জুয়া সহ যত হারাম খেলার আসর বসে সেগুলোকে নিষিদ্ধ করতে হবে।
৪। মাজারে বাউল গানের পরিবর্তে তাফসির মাহফিলের আয়োজন করতে হবে।
৫। মাজারে ওরসে যে সমস্ত অসামাজিক ও অনৈতিক কর্মকান্ড হয় তা বন্ধের জন্য আলাদা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে।
৬।মাজারে হেফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে।
৭। মাজার কমিটিতে পাঁচজনে আলেম রাখতে হবে।
এর পরিপ্রেক্ষিতে স্থানীয় নেতৃবৃন্দ ও উলামায়ে কেরাম গনের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় মাজারপন্থীরা চার নম্বর দাবি ব্যতীত সকল দাবি মেনে নেয় এবং পর্যায়ক্রমে সেই ৪ নাম্বার দাবি অর্থাৎ মাজারে বাউল গানের পরিবর্তে তাফসির মাহফিলের আয়োজন করতে হবে এই দাবিটিও মানা হবে বলে প্রতিশ্রুতি দেন ।