প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৫:৪২ পি.এম
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল ব্যবসায়ী মহলে প্রশংসিত

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যা ব্যবসায়ী মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। আজ বিকেল ৩টায় নরসিংদী শহরের নরসিংদী ক্লাব লিমিটেডে আয়োজিত এ মাহফিলে জেলার বাজার ব্যবসায়ীদের বণিক সমিতির সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরী এবং নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, সিআইপি রাশেদুল হাসান রিন্টু। তিনি নরসিংদীর শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরে বলেন, "নরসিংদীকে আমরা সবাই মিলে আরও সুন্দর ও সমৃদ্ধ করবো। আসুন, আমরা ব্যবসায়ীরা আমাদের শ্রমিকদের বেতন ও বকেয়া ঈদের পূর্বেই পরিশোধ করি, যাতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।"
অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শেষপর্যন্ত দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
© All rights reserved © 2024 Bengol TV