1. admin@bengoltv.com : Admin24 :
ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১০০ মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ - BENGOL TV
October 10, 2025, 10:48 am

ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১০০ মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নাদিম মাহমুদ নয়ন
  • Update Time : Saturday, March 22, 2025
  • 106 Time View

নরসিংদীর রায়পুরা উপজেলার তালুককান্দি গ্রামে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১০০ মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা মো. জনী খান জানান, প্রতিবছরের মতো এবারও ক্লাবের সদস্য ও প্রবাসী বন্ধুদের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লাবের সদস্যরা তালুককান্দি গ্রামের ১০০টি মধ্যবিত্ত পরিবার খুঁজে বের করে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন। উপহার হিসেবে দেওয়া হয়েছে বুট, মুড়ি, দুধ, পোলাও চাল, সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

তিনি আরও বলেন, “আমরা শুধু রমজান বা ঈদের সময়ই নয়, সারাবছরই মানবিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

ফ্রেন্ডস ক্লাবের এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে। তারা আশা করছেন, ক্লাবের সদস্যরা ভবিষ্যতেও সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host