নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী ‘কানা বাবু’ (৩২) প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে খলাপাড়া গ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কানা বাবু এলাকায় কিশোর গ্যাং গড়ে তুলে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ডজনখানেক মামলা রয়েছে। এসব অপরাধের মাধ্যমে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল।
সেদিন প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কানা বাবুকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
আহত কানা বাবুর পিতার নাম মগুল ড্রাইভার। এলাকাবাসীর অভিযোগ, কানা বাবুর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বহুদিন ধরে সাধারণ মানুষ হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছিল। স্থানীয়দের অনেকে মনে করছেন, এ হামলার মধ্য দিয়ে তার দীর্ঘ অপরাধজীবনের সমাপ্তি ঘনিয়ে এসেছে।
একজন গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সে অন্যদের উপর যে নির্যাতন চালিয়েছে, আজ সেই শাস্তিই নিজের উপর এসে পড়েছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তের কাজ শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
এলাকাবাসীর দাবি, শুধু কানা বাবু নয়, পুরো অঞ্চলের সব সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় এনে এলাকাকে নিরাপদ করা হোক।