1. admin@bengoltv.com : Admin24 :
আগামী ২০২৪ / ২০২৬ নির্বাচনকে ঘিরে ভুয়া ভোটারে ভরপুর নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস। - BENGOL TV
October 11, 2025, 8:46 pm

আগামী ২০২৪ / ২০২৬ নির্বাচনকে ঘিরে ভুয়া ভোটারে ভরপুর নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস।

নাদিম মাহমুদ নয়ন
  • Update Time : Tuesday, November 12, 2024
  • 102 Time View

নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর ২০২৪ / ২০২৬ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২১ সেপ্টেম্বর ।  ৩১ অক্টোবর খসড়া ভোটার তালিকায় সাধারণ শ্রেণীর ১৫৩০ জন ও  সহযোগী শ্রেণীর ১০১৮ জন সর্বমোট ২৫৪৮ জন ভোটারের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন । প্রকাশিত নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর  খসড়া ভোটার তালিকার মধ্যে সাধারণ শ্রেণীর ১৫৩০ ভোটারের মধ্যে ৪৩০ জন ও  সহযোগী শ্রেণীর ১০১৮ জন  ভোটারের মধ্যে ৪৫২ জন ভুয়া ভোটার দাবি করে সাধারণ শ্রেণীর ভোটারের পক্ষে সুবল সাহা ও সহযোগী শ্রেণীর ভোটারের পক্ষে তৌহিদুর রহমান নরসিংদী চেম্বার অব কমার্সে আপত্তি দাখিল করে ৬ নভেম্বর । 

এই অভিযোগের প্রেক্ষিতে ৯ নভেম্বর শুনানি হয় এবং সেদিন  ভুয়া ভোটার দাবি  অভিযোগে প্রেক্ষিতে সাধারণ শ্রেণী ও সহযোগী শ্রেণীর ৮৮২ জনের মধ্যে ৩৭ জন সশরীরে উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে এবং বাকি রয়ে যায়  ৮৪৫ জন, যারা ভুয়া ভোটার এর প্রতিবাদে কোন প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেনি বা আপিল করেনি । 

সেদিন  অভিযোগকারী (সুবল সাহা ও তৌহিদুর রহমানকে)  আপিল বিভাগের চেয়ারম্যান এডভোকেট শহিদুল্লাহ মিয়া আরো বিস্তার দালিলিক প্রমাণ  উপস্থাপন করার নির্দেশ দেয় । এর প্রেক্ষিতে সদস্যদের  ভুয়া আয়করের সত্যতা যাচাইয়ের জন্য আয়কর অফিসে আবেদন করেন অভিযোগকারীরা । 

সর্বশেষ যাচাই-বাছাই এর পর নরসিংদীর চেম্বার অব কমার্স এন্ড এর ইন্ডাস্ট্রিজ ২০২৪-২৬ নির্বাচনের আপিল বিভাগ ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে । যেখানে  সাধারণ শ্রেণীর ৪৩০ জন ভুয়া ভোটার অভিযোগের প্রেক্ষিতে ৫৩ জন ও সহযোগী শ্রেণীর ১০১৮ জনের মধ্যে ৫৩ সর্বমোট ১০০  জনের  কোন নির্ভরযোগ্য কাগজপত্র না পাওয়ায় তাদের মূল ভোটার তালিকায় থেকে তাদের নাম বাদ দেওয়া হয় । 

অভিযোগকারী তৌহিদুর রহমান বলেন, ৮৮২ জন এর মধ্যে ইতিমধ্যে ১০০ জন ভুয়া ভোটার রয়েছে তা স্বীকার করেছে নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ।  কিন্তু তার দাবি  আরো বহু ভুয়া ভোটার রয়েছে নতুন ভোটার তালিকায়  যা আগামী ২০২৪ / ২০২৬  নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর  নির্বাচনকে প্রভাবিত করবে বলে তিনি মনে করেন । 

তিনি আরো বলেন আপিল বলে সদস্য জাহাঙ্গীর আলম  যিনি ভগিরাতপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, যে কিনা নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর বর্তমান প্রেসিডেন্ট মোমেন মোল্লা এর আস্থাভাজন ।

তাই তিনি ভুয়া ভোটার বাদ দিতে নরসিংদীর চেম্বারকে প্রভাবিত করছেন । 

এ ব্যাপারে আপিল বোর্ডের সদস্য জাহাঙ্গীর আলম এর সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি ।

সুবল সাহা বলেন,  এই ভুয়া ভোটার  তালিকায় অন্তর্ভুক্ত করার পিছনে রয়েছে আগামীতে ২০২৪ / ২০২৬ নরসিংদী চেম্বার এর নির্বাচনকে প্রভাবিত করা এবং একতরফা নির্বাচনে জয়লাভ করার নীল নকশা ।

১২ নভেম্বর নরসিংদী চেম্বার অফ কমার্সের সামনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় যেখানে সর্বমোট ২৪৪৮ জনের নাম রয়েছে । এই ২৪৪৮ জনের মধ্যে এখনো বহু ভুয়া ভোটার রয়েছে বলে জানান  অভিযোগকারীরা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host