গনমাধ্যমকে সমাজের দপন মনে করা হয়, সেই ধারাবাহিকতায় নরসিংদী তে সবার আগে সর্বশেষ সংবাদ দিতে বেঙ্গল টিভি টিম বদ্ধ পরিকর। সময়ের সাথে সাথে নরসিংদী জেলার গন্ডি পেরিয়ে সারাদেশে সকল খবরা খবর সবার সামনে উপস্থাপন করার জন্য প্রতিদিন রাতে বেঙ্গল টিভি সারাদেশে সংবাদ প্রকাশ করে ।
১৬ নভেম্বর সন্ধ্যায় ৭টায় নরসিংদী অরবিট রেস্টুরেন্টে বেঙ্গল টিভির আঞ্চলিক বার্তা প্রধান ও পলাশ উপজেলা প্রতিনিধি পারভেজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিনটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় ।
প্রতিষ্ঠাতা ও পরিচালক নাদিম মাহমুদ নয়নের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় বেঙ্গল টিভির এক লক্ষ ফলোয়ার উপলক্ষে এন্ড্রয়েড এপস ও নিউজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠান । এসময় আরো বক্তব্য রাখেন বেঙ্গল টিভির সিও মনির হোসেন সাগর, এবং পরিচালক এমিল রানা তারেক, অনুভূতি প্রকাশ করা মিফতাহুল জান্নাত পৃথিবী । আরো উপস্থিত ছিলেন,
পারভেজ আহমেদ , আঞ্চলিক বার্তা প্রধান,
সোহেব আক্তার ,মাদবদী প্রতিনিধি ,
মিফতাহুল জান্নাত পৃথিবী, সংবাদ পাঠিকা,
কাউসার শিকদার, রায়পুরা প্রতিনিধি,
কবির ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি ,
রুবেল মিয়া, চিএসাংবাদিক
মোহাম্মদ আলী, চিএ সাংবাদিক ,
জুয়েল রানা, চিএ সাংবাদিক
ওয়েবসাইট উদ্বোধন করেন মশিউর রহমান মৃধা,অধ্যক্ষ, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ । অ্যান্ড্রয়েড অ্যাপ উদ্বোধন করেন করেন মাহাবুবুর রহমান মনির , পরিচালক, আবেদ টেক্সটাইল এন্ড প্রসেসিং মিল , বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাসনাত বিন রাসেল, শফিকুল ইসলাম শেখ তুলু,মেহেদী হাসান তুহিন, তৌকির আহমেদ, তোফাজ্জল হোসেন ,কবি আসাদ সরকার ।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন রাসেল বাংলা টিভি ,শাহাদাত হোসেন রাজু , নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাব্বির হোসেন , এডমিন,নরসিংদী কন্ঠস্বর সহ নরসিংদীর বহু সাংবাদিক বৃন্দ ।
Leave a Reply