নবধারা নরসিংদী জেলার একমাত্র প্রি স্কুল যেখানে ছোট্ট শিশুদের খেলার ছলে মানসম্মত ও আধুনিক শিক্ষা দেওয়া হয় । বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মাতে শিক্ষার্থীরা। প্রতি বছরের মতো এবারও ১ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানের মত নবধারা প্রি স্কুলে বই উৎসব হয়েছে। বছরের প্রথম দিন উপলক্ষে নবধারা প্রি স্কুলের কচিকাঁচা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয় নবধারা প্রি স্কুল । নতুন বই হাতে পেয়ে ছাত্রছাত্রীরা ব্যাপক উৎসাহিতও হয়েছে । এ সময় একটি অভিভাবক সমাবেশ ও আয়োজন করে এই স্কুলটি, ছাত্রছাত্রীরা নতুন বছর উপলক্ষে তাদের অভিভাবকদের ফুলের শুভেচ্ছা জানায় ।আনন্দপুর, কুসুমপুর, ইচ্ছেপুর, সৃজনপুর, নক্ষত্রপুর এরকম বাহারি রকমের নামে সাজানো হয়েছে নবধারা প্রি স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষ। নতুন বছর উপলক্ষে নবধারা প্রি স্কুলের প্রতিটি কক্ষ ও ক্যাম্পাস কেও সাজানো হয়েছে বাহারি রকমের রংয়ের কারুকাজে ।
Leave a Reply