1. admin@bengoltv.com : Admin24 :
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল ব্যবসায়ী মহলে প্রশংসিত - BENGOL TV
October 11, 2025, 2:15 pm

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল ব্যবসায়ী মহলে প্রশংসিত

নাদিম মাহমুদ নয়ন
  • Update Time : Sunday, March 16, 2025
  • 63 Time View

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যা ব্যবসায়ী মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। আজ বিকেল ৩টায় নরসিংদী শহরের নরসিংদী ক্লাব লিমিটেডে আয়োজিত এ মাহফিলে জেলার বাজার ব্যবসায়ীদের বণিক সমিতির সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সমাজসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন চৌধুরী এবং নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, সিআইপি রাশেদুল হাসান রিন্টু। তিনি নরসিংদীর শিল্প ও ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরে বলেন, “নরসিংদীকে আমরা সবাই মিলে আরও সুন্দর ও সমৃদ্ধ করবো। আসুন, আমরা ব্যবসায়ীরা আমাদের শ্রমিকদের বেতন ও বকেয়া ঈদের পূর্বেই পরিশোধ করি, যাতে সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে।”

অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ীদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। শেষপর্যন্ত দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Bengol TV
Design By Khan IT Host