নরসিংদীর বেলাব উপজেলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম বেলাব উপজেলা ও দারিদ্র্যের হোটেল নরসিংদীর যৌথ উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মহতী আয়োজন মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলার সাবেক চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম সালাম, শিবপুর উপজেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি হাবিবুল্লাহ বেলালী, বেলাবো কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক লোকমান হোসেন ও নূর মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন হানিফ মাহমুদ এবং বেলাব থানার বিভিন্ন স্বেচ্ছাসেবকগণ।
ইফতার মাহফিলে স্থানীয় মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মাহফিল শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বেলাবো কেন্দ্রীয় জামে মসজিদের খতিব।
প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ৪০০ এর অধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন এ ইফতার মাহফিল অংশগ্রহণকারীদের হৃদয়ে দারুণ প্রভাব ফেলে এবং সমাজের দরিদ্র ও অসহায়দের জন্য সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
এই মহতী আয়োজন সফল করতে যারা শ্রম দিয়েছেন, আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
Leave a Reply