বিএনপি’র চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানের নির্দেশক্রমে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের অংশ হিসেবে আজ রায়পুরার ভেলুয়ার চর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রীনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
তরুণ প্রবাসী সংগঠন শ্রীনগরের আয়োজনে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দল ও সাবেক রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি এম এন জামান ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম , উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী । প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফাইজুল রহমান । প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাদল , আরো উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামু ।
এ সময় প্রায় ১৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় ।
Leave a Reply