১৫ মার্চ— নরসিংদী রয়েল প্যালেস হলের সুবিশাল মিলনায়তনে নরসিংদিস্থ বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক হৃদয়গ্রাহী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দের পাশাপাশি নরসিংদীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
প্রায় ২০০ জন সদস্য ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মহতী অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আধ্যাত্মিকতায় ভরপুর। রমজানের মহিমা ও ইফতারের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়, যেখানে জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদিস্থ বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোতাহার হোসেন অনিক। আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব হারুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
গণ্যমান্য অতিথিদের মধ্যে বিশেষভাবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী ইনডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা এবং নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও সংযমের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং এই ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগকে আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক বিশেষ দোয়া পরিচালিত হয়, যেখানে সংগঠন ও সমাজের কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। এক বন্ধনমূলক পরিবেশে সৌহার্দ্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে সবাই ইফতার গ্রহণ করেন।
নরসিংদিস্থ বাঞ্ছারামপুর অ্যাসোসিয়েশন এই মহতী উদ্যোগের মাধ্যমে আবারও প্রমাণ করলো যে, তারা কেবলমাত্র একটি সংগঠন নয়, বরং একে অপরের পাশে থাকার এক অনন্য পরিবারের প্রতিচ্ছবি।
Leave a Reply